কলকাতা

‘দুর্ঘটনা আরও মারাত্মক হতে পারত’, উদ্বেগপ্রকাশ করে উত্তরবঙ্গের পথে মুখ্যমন্ত্রী

সোমবার সকালে উত্তরবঙ্গের রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে৷ পিছন থেকে মালগাড়ির সজোর ধাক্কায় লাইনচ্যূত হয়ে যায় ট্রেনের একাধিক কামরা৷ ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ১৫ জনের মৃত্যু খবর পাওয়া গেছে ৷ আহতের সংখ্যা ৬০-এরও বেশি৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ দুর্ঘটনার পরেই এ বিষয়ে উদ্বেগপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উদ্ধারকার্যের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছিলেন। নির্দেশ দিয়েছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব-সহ রাজ্য প্রশাসনের পদস্থ অফিসারদের। তার পরেই মুখ্যমন্ত্রী প্রস্তুতি নেন উত্তরবঙ্গ রওনা হওয়ার। কিন্তু, মুখ্যমন্ত্রী রীতিমতো উষ্মাপ্রকাশ করে এদিন জানান, বিমান সঙ্কুলানের অভাবে সোমবার বিকেলের আগে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিতে পারেননি তিনি৷ মমতা বলেন, ‘‘সকাল ৯টা থেকে মনিটরিং করছি৷ আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ করি৷ ফ্লাইট পাইনি। দুর্দশা ফ্লাইটের৷’’ জানা গিয়েছে, সোমবার বিকেলে উত্তরবঙ্গে পৌঁছে বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে যাবেন তিনি৷ সেখানেই দেখা করবেন আহতদের সঙ্গে৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘দুর্ঘটনা হতেই পারে। বন্দেভারত দুরন্তরই। যত করেছে ভাড়া বাড়িয়েছে৷ এটা আরও মারাত্মক হতে পারত৷ ২০ জন ক্রিটিকাল আছে৷ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যাব৷ রাতে শিলিগুড়ি থাকব না। কোচবিহারে চলে যাব৷’’ ইতিমধ্যেই বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ তিনি বিমানবন্দর থেকে শিলিগুঁড়ি পৌঁছে এক যুবকের বাইকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন৷