বিনোদন

তৃতীয়বারের জন্য সমন পাঠানো হল কঙ্গনা-রঙ্গোলিকে

ফের মুম্বই পুলিশের তরফে সমন পাঠানো হল কঙ্গনা রানাওয়াত ও রঙ্গোলি চান্দেলকে। এই নিয়ে তৃতীয়বারের জন্য সমন পাঠানো হল তাঁদের। আগামী ২৩ ও ২৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের বান্দ্রা থানায় হাজিরা দিতে বলা হয়েছে। প্রথমে ২৬ ও ২৭ অক্টোবর বান্দ্রা থানায় হাজিরা দিতে বলা হয়েছিল দুই বোনকে। যদিও তখন হাজিরা দেননি তাঁরা। এরপর ৯ নভেম্বর কঙ্গনাকে এবং ১০ নভেম্বর রঙ্গোলিকে থানায় হাজিরা দেওয়ার জন্য নতুন করে সমন পাঠানো হয়। কিন্তু, ভাই অক্ষতের বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। আর সেই কারণে হাজিরা দিতে পারেননি। কয়েকদিন আগেই উদয়পুরে বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। এখন অবশ্য পরিবারের সঙ্গে মানালিতে ফিরেও গিয়েছেন কঙ্গনা ও রঙ্গোলি। আর তারপরই নতুন করে তৃতীয়বারের জন্য তাঁদের কাছে সমন পাঠানো হয়েছে মুম্বই পুলিশের তরফে। যদিও এই সমন নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে দেখা যায়নি কঙ্গনা বা রঙ্গোলি কাউকেই। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলে আগেই মুনাওয়ার্লি সাহিল এ সৈয়দ নামে বলিউডের এক কাস্টিং ডিরেক্টর ও ফিটনেস ট্রেনার কঙ্গনা ও রঙ্গোলির বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছিলেন। এরপর বান্দ্রা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশে তাঁদের হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়।