দেশ

নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার মনোনয়ন জমা কপিল সিবালের

 এসপির নেতাদের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো, এ কথা শোনা যায় ৷ আজ উত্তর প্রদেশের লখনউতে প্রবীণ নেতা কপিল সিবাল রাজ্যসভার সাংসদ পদের জন্য নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন ৷ বৃহস্পতিবার তাঁর সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ প্রাক্তন প্রবীণ কংগ্রেস নেতা জানিয়েছেন, তিনি নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ পদে প্রার্থী হয়েছেন ৷ তবে তাঁকে সমর্থন করছে অখিলেশ যাদবের এসপি ৷ রাজ্যসভায় উত্তরপ্রদেশের জন্য ১১টি সাংসদ আসন বরাদ্দ ৷ আজ থেকে রাজ্যসভায় সাংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া শুরু হল ৷ কপিল সিবাল কংগ্রেসের জি-২৩ গ্রুপের সদস্য ছিলেন ৷ তবে তিনি দল ছেড়েছেন ৷ নিজে মুখে সাংবাদিকদের প্রবীণ আইনজীবী তথা নেতা বললেন, “আমি ১৬ মে কংগ্রেসের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি ৷ তাই এখন আর প্রবীণ কংগ্রেস নেতা নই ৷” কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদ শেষ হচ্ছে জুলাই মাসে ৷ নির্দল প্রার্থী প্রসঙ্গে প্রাক্তন কংগ্রেস নেতা কপিল সিবাল বলেন, “আমি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি ৷ আমি সব সময় দেশের একজন স্বাধীন বক্তা হতে চেয়েছি ৷ বিরোধী দলে থাকার সময় আমরা মোদি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জোট তৈরির চেষ্টা করেছিলাম ৷”