দেশ

বেসরকারি চাকরিতেও ভূমিপুত্রদের ১০০% সংরক্ষণ! কর্ণাটক সরকারের নতুন বিল নিয়ে জল্পনা তুঙ্গে

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্ণাটকের বেসরকারি সেক্টরে কিছু কিছু চাকরির ক্ষেত্রে কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল আনতে চলেছে তাঁর সরকার৷ সিদ্দারামাইয়া জানিয়েছেন, মন্ত্রিসভায় এই ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিল পাস হয়ে গিয়েছে৷ যদিও, এই বিলকে বিভাজনমূলক এবং প্রাচীনপন্থী বলে দেগে দিয়েছেন এক শ্রেণির চাকরিজীবীরা৷ আরেক দল বলছেন, এই বিল যেন কোনও ভাবেই সে রাজ্যের টেকনোলজিক্যাল হাবকে প্রভাবিত না করে৷ এর পরেই অবশ্য গোটা বিষয়টি বিশদে ব্যাখ্যা করেছেন কর্ণাটকের কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সিদ্দারামাইয়া জানিয়েছেন, কর্ণাটকবাসীর জন্য চাকরির আরও সুযোগ তৈরি করার চেষ্টা করছে তাঁর সরকার৷ মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের বেসরকারি ক্ষেত্রে সি এবং ডি গ্রেড পদের জন্য কর্ণাটকের ভূমিপুত্রদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণ আনছে তাঁর সরকার৷ সে রাজ্যের আইন বিভাগ সূত্র অনুসারে, ‘শিল্প, কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠানে কর্ণাটকবাসীর জন্য রাজ্য নিয়োগ বিল ২০২৪ আনা হচ্ছে’৷ বৃহস্পতিবার ১৮ জুলাই বিধানসভায় তা পেশ করা হবে৷ বায়োকনের একজিকিউটিভ চেয়ারপার্সন কিরণ মজুমদার যদিও জানিয়েছেন, টেক হাব হিসাবে আমাদের কার্যক্ষমতা এবং যোগ্যতা বিষয়ে কম্প্রোমাইজ করা উচিত নয়৷ইনফোসিসের প্রাক্তন এগজিকিউটিভ মোহানদাস পাই জানিয়েছেন, এই বিল অবিলম্বে বাতিল করা উচিত৷ এটি বৈষম্যমূলক, প্রাচীনপন্থী এবং সংবিধান বিরোধী৷যদিও বেসরকারি সংস্থায় কর্ণাটকবাসীর সংরক্ষণ বাধ্যতামূলক করা সংক্রান্ত বিল নিয়ে বিতর্কের মাঝেই পরিস্থিতি সামলাতে আসরে নামতে বাধ্য হয়েছে কর্ণাটক সরকার৷ কর্ণাটকের তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রিয়ঙ্কা খাড়্গে বলেছেন, ‘‘প্যানিক করার কোনও দরকার নেই৷ সরকার এ নিয়ে বিস্তারিত আবোচনা করবে৷ সকলের সঙ্গে কথা বলার পরেই সর্বসম্মত ভাবে একটি সিদ্ধান্তে আসা হবে৷’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে  শিল্পপতি এবং আইটি জায়েন্টদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷বিতর্কের জেরে অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে ১০০ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত পোস্ট ডিলিট করে দেন সিদ্দারামাইয়া৷