দেশ

কর্ণাটকের প্রথম জিকা ভাইরাস কেস, আক্রান্ত ৫ বছরের শিশু

কর্ণাটকের এই প্রথম জিকা সংক্রমণের কেস ধরা পড়েছে। পাঁচ বছরের একটি শিশু জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে, পুনের বাভধান এলাকায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হন। তিনি আদতে নাসিকের বাসিন্দা। গত ৬ নভেম্বর পুনে এসেছিলেন। এরপর থেকেই হঠাত্ তাঁর প্রবল জ্বর, কাশি, গাঁটে ব্যথা এবং দুর্বল ভাব দেখা দেয়। শেষমেশ হাসপাতালে ভর্তি হন তিনি। এরপরেই তাঁর জিকা সংক্রমণের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে. সুধাকর বলেন, ‘পাঁচ বছরের একটি মেয়ে জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাকে নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যে এই প্রথম জিকা ভাইরাস সংক্রমণের খোঁজ মিলল। সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে গোটা পরিস্থিতির পর্যবেক্ষণ করছে। ভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য দফতর সম্পূর্ণভাবে প্রস্তুত। তিনি আরও জানান, শীঘ্রই জনসাধারণের জন্য নির্দেশিকা জারি করা হবে। তিনি বলেন, কয়েক মাস আগেই কেরল, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশে জিকা ভাইরাসের হদিশ মিলেছিল। কিন্তু কর্ণাটকে এটিই প্রথম কেস। তিনি বলেন, সরকার সতর্কতা অবলম্বন করছে। পার্শ্ববর্তী জেলাগুলিতেও নজরদারি চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষর জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে।