দেশ

পুলিৎজার জয়ী কাশ্মীরের চিত্র সাংবাদিককে দিল্লি বিমানবন্দরে বাধা, যেতে দেওয়া হল না বিদেশে

পুলিৎজার পুরস্কার জয়ী কাশ্মীরের চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টুকে বিদেশে যেতে বাধা ৷ তাঁকে আটকে দেওয়া হল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ জানা গিয়েছে, শনিবার ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সানার ৷ কিন্তু এদিন তিনি দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাঁকে আটকে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ বিমানে উঠতে দেওয়া হয়নি তাঁকে ৷ তবে ঠিক কী কারণে আটকানো হল তা স্পষ্ট নয় ৷ এক টুইট বার্তায় সানা এদিন লেখেন, “একটি বই প্রকাশ অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনীতে যোগ দিতে আমার দিল্লি থেকে ফ্রান্সে যাওয়ার কথা ছিল ৷ আমার কাছে ফ্রান্সের ভিসা থাকা সত্ত্বেও আমার দিল্লি বিমানবন্দরের অভিবাসন ডেস্কে আটকে দেওয়া হয় ৷” কেন তাঁকে আটকানো হল, তাঁর নির্দিষ্ট কোনও কারণও জানানো হয়নি বলে অভিযোগ সানা ইরশাদ মাট্টুর ৷