করোনায় আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়
বিনোদন

করোনায় আক্রান্ত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়

করোনা আক্রান্ত হলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বাড়িতেই হোম আইসোলেশনে রয়েছেন তিনি। শরীরে দুর্বলতা রয়েছে। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কৌশিক এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়। এখন উজান আগের থেকে ভাল আছেন। জানা গিয়েছে, চূর্ণীও সুস্থ। তবে কিছুদিন পরে তাঁর টেস্ট করা হবে। কৌশিক নিজে ফেসবুকে লেখেন, ‘শেষ পর্যন্ত আমাকেও ধরল। শুটিংয়ের সময় সব রকম সাবধানতা অবলম্বন করা সত্বেও আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। অল্প উপসর্গ রয়েছে। এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছি। চিকিৎসক রাজীব শীল দেখছেন। আমার সংস্পর্শে গত সাতদিনে যাঁরা এসেছেন, তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। মানবতার জয় হবে।’ কিছুদিন আগে বোলপুরে ‘কবাডি কবাডি’ সিনেমার শুটিং করছিলেন কৌশিক। ‘কাব্বাডি কাব্বাডি’-র একাধিক কলাকুশলীও কোভিড আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই ছবির শুটিং করছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং অভিনেত্রী সোহিনী সরকার। শোনা যাচ্ছে, ঋত্বিক এবং সোহিনীর করোনার উপসর্গ দেখা দিয়েছে। কিছুদিন আগেই ছবির চিত্রগ্রাহক গোপী ভগতের সহকর্মী বিশু করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। এরপর থেকেই একের পর এক করোনা আক্রান্ত হন অনেকেই। প্রথমে শোনা গিয়েছিল সোহিনীর জ্বর রয়েছে। পরে জানা যায়, অভিনেত্রী সুস্থ আছেন। তবে খাবারে স্বাদ পাচ্ছেন না ঋত্বিক চক্রবর্তী। টেস্ট করিয়েছেন। রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তিনি। আপাতত তাঁরা আইসোলেশনে রয়েছেন। ছবির আরেক অভিনেতা অর্জুন চক্রবর্তী সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।  

https://www.facebook.com/kaushik.ganguly.5458/posts/4599136773446662