দেশ

শীর্ষ আদালতে জয় পাওয়ার পরেই সার্ভিসেস সচিবকে হঠিয়ে দিল কেজরি সরকার

আমলা ও সরকারি আধিকারিকদের বদলি ও পোস্টিংয়ের ক্ষমতা দিল্লি সরকারের হাতেই তুলে দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। আর সেই ঐতিহাসিক রায়ের কয়েক ঘন্টার মধ্যেই সার্ভিসেস সচিব আশিস মোরেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, উপরাজ্যপাল বিনয় সাক্সেনার ‘আজ্ঞাবহ দাস’ হিসেবে পরিচিত আমলাদের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী স্পষ্টই জানিয়ে দিয়েছেন, মানুষের উন্নয়নের কাজে যে সমস্ত আমলা-আধিকারিক বাধা হয়ে দাঁড়াবেন, তাঁদের কাউকে রেয়াত করা হবে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘বিশ্বস্ত’ হিসেবে পরিচিত আরও বেশ কয়েকজন আমলার কাঁধে কোপ পড়তে চলেছে।’ ২০১৫ সালে দিল্লিতে আম আদমি পার্টির সরকার গঠনের পরেই সার্ভিসেস দফতরকে মুখ্যমন্ত্রীর হাত থেকে কেড়ে নিয়ে উপরাজ্যপালের অধীনে নিয়ে এসেছিল মোদি সরকার। অভিযোগ ওঠে, নিজেদের পছন্দসই আমলাদের বিভিন্ন দফতরে নিয়োগ ও বদলির জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত আট বছর ধরে আমলাদের পোস্টিং ও বদলির ক্ষমতা নিয়ে একাধিকবার সঙ্ঘাতে জড়িয়েছে কেন্দ্র ও দিল্লির আপ সরকার। এদিন শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ অবশ্য আমলাদের নিয়ন্ত্রণের দায়িত্ব দিল্লি সরকার হাতেই ন্যস্ত করেছে। আর তার পরেই দিল্লির উপরাজ্যপালের ‘বিশ্বস্ত সহচর’  তথা সার্ভিসেস সচিব আশিস মোরেকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।