দেশ

ফের দিল্লিতে করোনা সংক্রমণ বাড়ছে, কেন্দ্রকে বাজার বন্ধের প্রস্তাব কেজরিওয়ালের

ফের করোনা সংক্রমণ বাড়ছে দিল্লিতে । ফলে যে সব বাজারে কোভিড সুরক্ষা লঙ্ঘিত হচ্ছে এবং যে স্থানগুলি কোভিড হটস্পটে রূপান্তরিত হচ্ছে, সেগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার প্রস্তাব কেন্দ্রকে পাঠাল দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‌যেহেতু দিল্লিতে সংক্রমণ বাড়ছে, আমরা কেন্দ্রীয় সরকারকে একটা সাধারণ প্রস্তাব পাঠিয়েছি যে, প্রয়োজন হলে, দিল্লি সরকার কিছুদিনের জন্য সেই সব বাজার বন্ধ করে দিতে পারে, যেখানে নিয়ম মানা হচ্ছে না এবং এই সব বাজারগুলি স্থানীয় কোভিড-১৯ হটস্পট হয়ে যাচ্ছে।’ বিয়ে বা কোনও অনুষ্ঠানে যে ২০০ জন মানুষের জমায়েতের অনুমতি এতদিন দেওয়াছিল তা আপাতত প্রত্যাহার করা হচ্ছে এবং তার বদলে মাত্র ৫০ জনের জমায়েতের অনুমোদন দেওয়া হচ্ছে। এই বিষয়টিও লেফটেন্যান্ট গভর্নরের অনুমতির জন্য আবেদন পাঠানো হয়েছে। জানালেন কেজরিওয়াল।‌ কেন্দ্রীয় সরকার শহরের হাসপাতালগুলিতে কোভিড রোগীদের জন্য ৭৫০টি আইসিইউ শয্যার বন্দোবস্ত করায় তাদের ধন্যবাদ জ্ঞাপন করে কেজরিওয়াল বলেছেন, ‘‌সব সরকারি এবং বেসরকারি সংগঠনই তাদের কাজকর্ম দ্বিগুণ করেছে কিন্তু এটা পূরণ হবে না যতক্ষণ না মীনুষ সচেতন হবে।’‌