ভাইরাল

কেরলে চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি, ঘটনাটি সোশ্যাল মিডিয়া লাইভ করলেন নির্যাতিতা

কেরলে চলন্ত বাসে এক তরুণীর শ্লীলতাহানি ও তাঁকে পুরুষাঙ্গ দেখানোর অভিযোগে গ্রেপ্তার হল এক অভিযুক্ত। ওই তরুণী নিগ্রহের মুখে পড়েও ঠান্ডা মাথায় ঘটনাটি লাইভ করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে চেঁচিয়ে প্রতিবাদও করেন। বেগতিক দেখে চম্পট দিতে চেয়েছিল অভিযুক্ত। কিন্তু বাসের কন্ডাক্টর ও চালক তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন। এমনই এক ঘটনার সাক্ষী হল কেরল । কোচির এর্নাকুলাম জেলায় এক চলন্ত বাসে ঘটনাটি ঘটে। নির্যাতিতা তরুণী জানিয়েছেন, তাঁর পাশে এসে বসেছিল অভিযুক্ত। প্রথমে সে ভাল ব্যবহারই করছিল। কিন্তু খানিকক্ষণ পর থেকেই সে ওই তরুণীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। তার শরীরের নানা স্থানে কুস্পর্শ করতে থাকে। এরপর সে প্যান্টের চেন খুলে নিজের পুরুষাঙ্গটি বের করে ফেলে। ঠিক সেই সময়ই ফোন বের করে ওই দৃশ্যটি ক্যামেরাবন্দি করতে থাকেন তরুণী। গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ করতে থাকেন। সেই সঙ্গে চেঁচিয়ে অভিযুক্তর আচরণের প্রতিবাদ করতে থাকেন। তিনি চিৎকার করা সত্ত্বেও অধিকাংশ যাত্রীই কোনও প্রতিক্রিয়া দেখাননি। কিন্তু বাসের কন্ডাক্টর এগিয়ে আসেন। বেগতিক দেখে বাস থেকে নেমে পালাতে চায় অভিযুক্ত। তাকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেন বাসের চালক ও কন্ডাক্টরও।

https://twitter.com/i/status/1659067256347738113