জেলা

অবশেষে খড়গপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন প্রদীপ সরকার

গৃহীত হল খড়গপুর পুরসভার পুরপ্রধান প্রদীপ সরকারের পদত্যাগপত্র। বুধবার সন্ধ্যায় মহকুমা শাসক তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। আইনি জটিলতায় কারণে এদিন পদত্যাগ পত্র গ্রহণ করা হয়নি বলে আগে জানিয়েছিলেন প্রদীপ সরকার। এক ঘণ্টার ব্যবধানে ফের তাঁকে ডেকে পাঠান মহকুমা শাসক। গৃহীত হয় পদত্যাগ পত্র। তবে এক ঘণ্টার ব্যবধানে কী করে মিটল আইনি জটিলতা ? উত্তর দেননি রেল শহরের প্রথম তৃণমূল বিধায়ক। খড়গপুর পুরসভার পুর প্রধানের পদত্যাগ নিয়ে নাটকীয় মোড় এক ঘন্টার তফাতে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ মহকুমা শাসকের দফতর থেকে বেরিয়েই প্রদীপ সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, আইনগত বাধায় গৃহীত হয়নি তাঁর পদত্যাগ পত্র। আগামী ৭ দিন তিনি খড়গপুর পুরসভার পুর প্রধান থাকছেন বলেও দাবি করেন প্রদীপ সরকার। এমনকি মঙ্গলবার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকারও কথা বলেন প্রদীপ সরকার। এক ঘণ্টার মধ্যেই বদলে গেল চিত্রনাট্য। মহকুমা শাসকের তরফে ফের ডেকে পাঠানো হয় প্রদীপ সরকারকে। রীতিমতো আধা ঘন্টা বৈঠক শেষে প্রদীপ সরকার বেরলেন মহকুমা শাসকের অফিস থেকে। এরপর সংবাদ মাধ্যমকে তিনি জানান, প্রশাসনের তরফে গৃহীত হয়েছে তার পদত্যাগ পত্র।