কলকাতা

খুঁটি পুজো দিয়ে শুরু হল একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধার প্রস্তুতি

একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধার আগে খুঁটি পুজো সেরে নিল তৃণমূল। একুশে জুলাই যে মঞ্চ থেকে ভাষণ দেবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী বুধবার সেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়। ধর্মতলায়  ওই মঞ্চস্থলে খুঁটি পুজো করে মঞ্চ বাঁধার কাজ শুরু করা হয়। এদিন এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা। ছিলেন সুব্রত বক্সী, তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সান্তনু সেন, বিধায়ক তাপস রায়-সহ তৃণমূলের একাধিক নেতা। দীর্ঘ ২ বছর ধরে কোভিড পরিস্থিতি থাকায় ভার্চুয়ালি একুশে জুলাইয়ের সভা হয়েছে। দু বছর পর এবার ধর্মতলায় এই সভা হতে চলেছে। যার ফলে রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এক আলাদা উদ্দীপনা কাজ করছে এই শহীদ সমাবেশের সভাকে ঘিরে। এই জনসমাবেশে রেকর্ড ভিড় হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব।