কলকাতা বিনোদন

সূচনা হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

একঝাঁক তারকা উপস্থিতি ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হল 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৷ শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়দের পাশে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে KIFF-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তারকা সাংসদ দেবও। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, সব্যসাচী চক্রবর্তী, চিরঞ্জিৎ চক্রবর্তী, দেব, সৌরভ গঙ্গোপাধ্যায়, দুলাল লাহিড়ী, শতাব্দী রায়, পাওলি দাম, দেবলীনা কুমার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সৌমিতৃষা কুণ্ডু-সহ আরও অনেকে। সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সাবিত্রী চট্টোপাধ্যায়কেও সংবর্ধনা জানানো হল। রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে-কে সংবর্ধনা জানালেন রুক্মিণী মৈত্র। চিরঞ্জিৎ, সব্যসাচীকে সংবর্ধনা জানালেন কৌশানী মুখোপাধ্যায়। মঞ্চে ‘টেক্কা’ স্মৃতি উসকে দিয়ে সৃজিতকে সংবর্ধনা জানালেন দেব। প্রিয় ‘দিদি’র ডাকে সাড়া দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির টেলিপর্দার একঝাঁক তারকাও। ‘থালি গার্ল’-এর ভূমিকায় তৃণা সাহা। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে শোনা গেল, আন্তর্জাতিক কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের থিম সং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জানালেন রুক্মিণী মৈত্র। মঞ্চে চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত সকল তারকার প্রতি কৃতজ্ঞতা জানালেন মমতা। বিদেশের অতিথিদের প্রতি ভালবাসা জানিয়ে নিজের বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় উঠে আসে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে তপন-মৃণাল-ঋত্বিক-সত্যজিতের প্রসঙ্গ। তিনি বলেন, “সিনেমার কোনও সীমা নেই। এই পৃথিবী একটাই দেশ। আমরা সবাই এক।” মমতা জানান, আন্তর্জাতিক ছবির পাশাপাশি প্রচুর বাংলা ছবিও দেখানো হবে। চলতি বছরে শারীরিক অসুস্থার কারণে অমিতাভ বচ্চন উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারেননি। শত্রুঘ্নকে তাঁর উপস্থিতির জন্য ধন্যবাদ জানান তিনি। মঞ্চে এসে বাংলা ছবির প্রতি নিজের ভালবাসার কথা বললেন সৌরভ। এমন এক চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য ধন্যবাদ জানালেন মমতাকেও। তাঁর কথায় উঠে এল সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক থেকে শুরু করে ঋতুপর্ণ ঘোষ, সৃজিত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথা। বাংলার ভূমিপুত্র না হয়েও মঞ্চে বাংলায় কথা বললেন শত্রুঘ্ন। দুই প্রিয় অভিনেত্রী সাবিত্রী এবং মাধবী প্রতি সম্মান জানালেন তিনি। জানান, এফটিআইআইয়ের ছাত্র থাকাকালীন তাঁদের ছবি দেখেছেন তিনি। তাঁর অভিনয় জীবনে মৃণাল, ঋত্বিক, সত্যজিতের প্রভাবের কথা বলেছেন হিন্দি ছবির ‘শটগান’। আক্ষেপের সুরে বলেন, “জীবনে একটাই আফশোশ থেকে গেল। মানিকদার সঙ্গে কাজ করা হল না।” পাশাপাশি মমতার রাজনৈতিক যাত্রা এবং সাফল্যের কথাও তুলে ধরেন। বাংলা ছবির প্রতি তাঁর আকর্ষণ এবং ভালবাসা ব্যক্ত করতেও ভুললেন না বর্ষীয়াণ অভিনেতা। এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হচ্ছে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি পরিচালকের জন্মশতবর্ষও পালিত হচ্ছে এবারের উৎসবে। বিশেষ শ্রদ্ধা জানানো হচ্ছে মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী, গৌতম হালদারের মতো ব্যক্তিত্বকে। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। প্রতিযোগীতা বিভাগে মোট 2459টি ছবির মনোনয়ন জমা পড়েছে । প্রতিযোগিতায় মনোনীত হয়েছে 42টি পূর্ণ দৈর্ঘের ফিচার ছবি, 30টি স্বল্প দৈর্ঘের ছবি ও তথ্যচিত্র। নন কম্পিটিশন বিভাগে রয়েছে 103টি ছবি। এবারের ফোকাস কান্ট্রি ফ্রান্স। তাই 21টি ফ্রেঞ্চ ছবি দেখানো হবে। বিকেল সাড়ে 5টায় ধনধান্য অডিটোরিয়ামে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’ দিয়ে শুরু হচ্ছে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।