কলকাতা নাইট রাইডার্স: ১৬৭ (২০ ওভার),
চেন্নাই সুপার কিংস: ১৫৭/৫ (২০ ওভার),
১০ রানে জয়ী কলকাতা নাইট রাইডার্স
দীনেশের দুরন্ত ক্যাপ্টেন্সিতে চেন্নাইকে ১০ রানে হারিয়ে আবুধাবিতে জয়ে ফিরল কলকাতা। আজ প্রথমে ব্যাট করে ভালো শুরু হয়েছিল কেকেআর-এর । কিন্তু, ১৬৭ রানেই আটকে যায় তারা ৷ সৌজন্যে নাইট ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব ৷ নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় রানের গতি কমে যায় ৷ চেন্নাই সুপার কিংসের সামনে ১৬৮ রানের টার্গেট দেয় কলকতা ৷ অফফর্মে থাকা সুনীল নারাইনকে দিয়ে ম্যাচের পর ম্যাচ ওপেন করানোয় নাইট সমর্থকদের ক্ষোভ বাড়ছিল ৷ অপর দিকে ডাগ আউটে বসে আছেন টম ব্যান্টন ও ক্রিস গ্রীন ও রাহুল ত্রিপাঠী ৷ শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে দারুণ খেলেছিলেন ত্রিপাঠী ৷ তখনই দাবি ওঠে ওপেন করানো হোক ত্রিপাঠীকে দিয়ে ৷ সমর্থকদের সেই দাবিই কার্যত মান্যতা দিলেন নাইট ম্যানেজমেন্ট ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ওপেন করলেন রাহুল ৷ সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজে লাগালেন রাহুল ৷ অর্ধশতরান করলেন ৷ ৫১ বলে খেললেন ৮১ রানের ইনিংস ৷ আজ তাঁর এই দুরন্ত ব্যাটিং নিসন্দেহে নাইট শিবিরে স্বস্তি দেবে ৷ কারণ চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের সবথেকে বড় সমস্যা ছিল ওপেনিং ৷ শুভমন গিল রান পেলেও সুনীল নারাইন রান পাচ্ছিলেন না ৷ আজ তাঁর পরিবর্তে রান পেলেন রাহুল ত্রিপাঠী ৷ তবে রাহুল সফল হলেও অন্য নাইট ব্যাটসম্যানরা ব্যর্থ হলেন ৷ মাত্র ১১ রান করে ফিরলেন শুভমন গিল ৷ ৯ রান করেন নীতীশ রানা ৷ ৯ বলে ১৭ রানের ইনিংস খেললেন সুনীল নারাইন ৷ ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানের সংগ্রহ 7 রান ৷ মাত্র ২ রান করেই ফেরেন আন্দ্রে রাসেল ৷ অধিনায়ক কার্তিকের সংগ্রহ ১২ ৷ প্যাট ক্যামিন্স করলেন ১৭রান ৷ এদিকে দুরন্ত বোলিং করেন শার্দুল ঠাকুর ৷ ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নিলেন ২টি উইকেট ৷ শেষ ওভারে দুরন্ত বোলিং ব্রাভোর ৷ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩উইকেট নেন ৷ এছাড়া স্যাম কুরান ও করণ শর্মা ২টি করে উইকেট নিলেনে ৷ এদিকে ওয়াটসন ছাড়াও রান পান অম্বাতি রায়ডু ৷ ২৭ বলে ৩০ রান করেন তিনি ৷ তবে আগের ম্যাচে অপরাজিত থাকলেও এদিন বড় রান পাননি ফাফ ডুপ্লেসি ৷