কালীপুজো ও দীপাবলিতে জন-সচেতনতামূলক প্রচারে নামবে কলকাতা কর্পোরেশন। ইতিমধ্যে হাইকোর্ট কালীপুজো ও দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে। তবুও অনেকেরই বাইরে থেকে বেআইনিভাবে আতশবাজি কেনার প্রবণতা রয়েছে। তাই সাধারণ মানুষকে সচেতন করতে কলকাতা কর্পোরেশন শহরের বিভিন্ন প্রান্তে মাইকিং করে আতশবাজি না পোড়ানোর জন্য আবেদন জানাবে সাধারণ মানুষের কাছে। সেই সঙ্গে কলকাতা কর্পোরেশন বাজি বিক্রির যে অস্থায়ী ট্রেড লাইসেন্স দেয় তাও এবছর দেওয়া হবে না বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন,” মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন হয়েছেন। দুর্গাপুজো হল তার প্রমাণ। কালীপুজোতেও আশা করা যায় শহর ও শহরতলির মানুষ সচেতনতার প্রমাণ দেবেন। এবছর স্বেচ্ছায় বাজি ফাটাবে না অনেক মানুষই। তবুও কিছু কিছু মানুষ বেআইনিভাবে চম্পাহাটি ও নুঙ্গির মতো জায়গা থেকে বেআইনিভাবে বাজি কিনে ফাটানোর চেষ্টা করবে। তার জন্যই আমরা এলাকায় মাইকিং করে এবছর যাতে আতশবাজি না পোড়ানো হয় তার জন্য প্রচার করব।”