কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বিকেল থেকে নামল বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে আকাশে মেঘ ও রোদের খেলা চলছিল। বিকেলেই আকাশ কালো করে শুরু হল বারিধারা। ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেলেন সাধারণ মানুষ। আপাতত বৃষ্টি চলবে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল,বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই মতো বিকেলে নামল বৃষ্টি। সঙ্গে বজ্রপাত। তার আগে ঝোড়ো হাওয়া বয়েছে। বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ৪ জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার পর্যন্ত দক্ষিণের সব জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। চার জেলায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।