ক্রাইম

বন্ধুদের ডেকে এনে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার স্বামী ও তাঁর দুই বন্ধু

ভিনরাজ্য থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসা গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ উঠল নির্যাতিতার স্বামী এবং তার বন্ধুদের বিরুদ্ধে। ইতিমধ্যেই স্বামী ও দুই বন্ধু মিলিয়ে মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার কাশীপুর থানা এলাকায়। যদিও তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করতে চাইছেন না তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ওই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বিহার থেকে চিকিৎসার জন্য গত 3 মার্চ কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন ওই নির্যাতিতা। সঙ্গে এসেছিলেন তাঁর স্বামী। আদতে বিহারের বাসিন্দা হলেও তাঁর স্বামী কলকাতায় ঠিকা শ্রমিকের কাজ করে। রাতে বাড়িতে ঘটনার দিন একা ছিলেন ওই গৃহবধূ। অভিযোগ, স্বামী মদ্যপান করে আসে এবং ফোন করে আরও দুই বন্ধুকে ঘরে ডাকে। এরপর স্বামী এবং স্বামীর দুই বন্ধু মিলে মোট তিনজন ওই মহিলাকে ধর্ষণ করে। এর পরেই গতকাল রাতে কাশীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। এই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মল্লিকার শর্মা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে অভিযুক্তদের নাম বলা সম্ভব হচ্ছে না।