কলকাতা

আরও ১০টি ইলেকট্রিক বাস উদ্বোধন করলেন পরিবহণমন্ত্রী

 পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিকল্পর খোঁজে রাজ্য পরিবহণ দফতর ইতিমধ্যে চালু করেছে ইলেকট্রিক বাস। এবার আরও ১০টি ইলেকট্রিক চালিত বাসের উদ্বোধন করা হল। আজ কসবা পরিবহণ ভবনে রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম ১০টি ইলেকট্রিক বাসের উদ্বোধন করেন । পরিবহণ দফতরের উদ্যোগে এর আগেও এই ধরনের ইলেকট্রিক চালিত বাস পথে নামানো হয়েছে । এবার শহর পেতে চলেছে আরও ১০টি ইলেকট্রিক চালিত বাস । পরিবহণমন্ত্রী ছাড়াও বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন-এর ম্যানেজিং ডিরেক্টর রাজন বীর সিং কাপুর । রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “পেট্রল ও ডিজেলে বাস চালিয়ে যে খরচ হয়, সেই খরচকে কম করতেই এই পরিকল্পনা । আপাতত ১০টি বাস পথে নামানো হলেও, ধাপে ধাপে আরও ৪০টি বাস চালু করা হবে ।” জুলাই মাসের মধ্যেই পথ নামবে বাসগুলি বলে জানান ফিরহাদ হাকিম । বেশ কয়েক বছরে ধাপে ধাপে শহরের পথে নেমেছে প্রায় ৮0টি ইলেকট্রিক বাস । আর যাতে এই বাসগুলি চালাবার ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, তাই শহরের বিভিন্ন জায়গায় ৭৬টি চার্জিং স্টেশনও তৈরি করা হয়েছে । এছাড়াও ফেম টু স্কিমের অন্তর্গত আরও ১২০০টি ইলেকট্রিক বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে দফতরের বলে জানা গিয়েছে । এমনকি এই বছরের মধ্যেই ৪০০টি ই-বাস এবং পরের বছরের মধ্যেই আরও ৮০০টি ই-বাস পথে নামানোর পরিকল্পনা রয়েছে । পরিবহণমন্ত্রী বলেন, “তেলের দাম বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আমাদের বাসের ভাড়া বাড়ানো ছাড়া আর কোনও উপায় ছিল না । এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে ভাড়া না বাড়িয়ে কীভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় । তাই পেট্রল ও ডিজেলের বিকল্প উপায় অর্থাৎ ইলেকট্রিক, ব্যাটারি এবং সিএনজি চালিত বাসের উপর বেশি জোর দেওয়া হচ্ছে । এছাড়াও একাধিক বাস সিএনজিতে রূপান্তরিত করে চালানো হবে । এমনকি বেসরকারি বাস মালিকদেরও সিএনজিতে বাস চালাবার সমস্ত সাহায্য করা হবে । তাঁদের সিএনজি কিটও দেওয়া হবে ।”