খাস কলকাতায় বাইপাসের ধারে রমরমিয়ে চলছিল হুক্কা বারের ব্যবসা। অথচ কলকাতা পুরসভার কাছে কোনও নথিই নেই। সরকারি নিয়ম রয়েছে হুক্কা বার চালাতে কিছু নিয়ম রয়েছে। আর চালালেও তাতে অনুমতি লাগে পুরসভার। কিন্তু বাইপাসের ধারে ওই হুক্কা বারে এসবের বালাই ছিল না। সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতার আনাচ কানাচে একাধিক হুক্কা বার চলছে। খবর পেয়ে মাঝেমধ্যেই অভিযান চালায় পুলিশ। গত শুক্রবার গভীর রাতে হাইল্যান্ড পার্ক এলাকার একটি মলের হুক্কা বারে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দারা। একেই করোনার বিধিনিষেধ লাগু রয়েছে সেটা উলঙ্ঘন করেছে ওই হুক্কা বারের মালিক। এছাড়াও বার চালানোর জন্য প্রয়োজনীয় নথি তাদের কাছে ছিল না। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত পাঁচজনের নাম মহম্মদ আলি, অজয় দাস, বুম্বা সি, সেলিম লস্কর এবং সন্টু ঘোষ। তারা সকলেই হুক্কা বারের মালিক ও কর্মী। শনিবার অর্থাৎ আজ আদালতে তোলা হবে ধৃতদের।