কলকাতা

বিজ্ঞাপন-শুটিং সবই করা যাবে মেট্রো স্টেশন চত্বরে

এবার থেকে সিনেমার জন্য মেট্রো কর্তৃপক্ষের থেকে অনুমোদন পাওয়ার বিষয়টা কিছুটা হলেও সহজ করা হল । এবার থেকে সিনেমার শুটিং ও প্রোমোশন সবই করা যাবে মেট্রো চত্বরে । সম্প্রতি দেব-রুক্মিণী মৈত্র অভিনীত ‘কিশমিশ’ ছবির প্রচার চলল মেট্রো রেকের মধ্যেই । বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে বিস্তারিত জানায় মেট্রো কর্তৃপক্ষত। প্রযোজক ও নির্দেশকরা মেট্রো চত্বরে ছবির শুটিং থেকে শুরু করে ছবি সংক্রান্ত বাকি কাজ করতে পারবেন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত । মেট্রোরেলের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে ।নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরের শুধুমাত্র দমদম স্টেশন ছাড়া বাকি স্টেশনে শুটিংয়ের কাজ করা যাবে । শুধুমাত্র সিনেমার ক্ষেত্রেই নয়, এর আগেও আয় বাড়াতে মেট্রো স্টেশনের নাম থেকে শুরু করে রেকের হ্যান্ডেল-সহ নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের একাধিক স্টেশনে লেগেছে ব্র্যান্ডিংয়ের ছোঁয়া । করোনাকালে যাত্রী সংখ্যা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল । তাই বিকল্প উপায় রোজগারের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে কো-ব্র্যান্ডিংয়ের জন্য চুক্তিবদ্ধ হয় কলকাতা মেট্রো । পাশাপাশি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন মেট্রোয় । তাই কোনও সংস্থা এখানে বিজ্ঞাপন দিলে তা খুব সহজেই পৌঁছে যাবে অসংখ্য মানুষের কাছে । এরফলে সেই সংস্থার জনসংযোগও বাড়ে ।