আগামী ১৯ তারিখ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের পরীক্ষা। ওইদিন হবে সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে ওই দিন নির্ধারিত সময়ের আগেই চলবে মেট্রো । এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি। চলবে বেশি মেট্রো রেল। যেহেতু ১৯ জুন পড়েছে রবিবার ছুটির দিন পড়েছে সিভিল সার্ভিস পরীক্ষা । তাই ছুটির দিনে মেট্রো পরিষেবা শুরু হয় সকাল ৯ টা থেকে। তবে ডব্লুবিসিএস পরীক্ষার্থীদের সুবিধার্থে মেট্রো চলবে এই দিন আগে থেকেই। মেট্রো চলাচল শুরু হবে সকাল সাড়ে ৮ টা থেকে। যাতে পরীক্ষার্থীরা আগেই পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারে, তাই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। জানানো হয়েছে, আপ ও ডাউন মিলিয়ে রবিবার চলার কথা ১৩০ টি ট্রেন। তবে ওইদিন চলবে মোট ১৩৪ টি ট্রেন। অন্যান্য দিন ১৫ মিনিট অন্তর চলে ১ টি করে মেট্রো। ওইদিন মেট্রো চলবে ১০ মিনিট অন্তর। ১২৯ টি মেট্রো চলাচল করবে কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশনের রুটে। তবে শেষ মেট্রোর সময় অন্যান্য রবিবারের মতই অপরিবর্তিত থাকবে। ১৯ জুনের প্রথম মেট্রো চলাচলের সূচি দেওয়া হল। সকাল ৮ টা বেজে ৩০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ থেকে চলবে ওই দিনের প্রথম মেট্রো।