কলকাতা

সিগন্যালিংয়ের কাজের জন্য টানা ৪ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো

চলতি মাসেই সম্পূর্ণ বন্ধ থাকতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা । আগামী ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রিন লাইন ১ এবং গ্রিন লাইন ২-এ কাজের জন্য পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সম্প্রতি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের মধ্য়ের অংশের কাজ শেষ হয়েছে ৷ এই কাজটি সম্পূর্ণ করতে গত ৫ বছর রীতিমতো নাজেহাল হয়ে পড়েছিল নির্মাণকারী সংস্থা ৷ এখন বাকি কেবল সিগন্যালিংয়ের কাজ ৷ দ্রুত সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত সেই কাজ শুরু করতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ পাশাপাশি, বাকি পরীক্ষা-নিরিক্ষাও করা হবে এই সময়ে ৷ সূত্রের খবর, গ্রিন লাইন ১ এবং ২-এর গোটা অংশে ডায়নামিক রেক টেস্টিংয়ের কাজ শুরু করা হবে । অর্থাৎ, নতুন একটি রেককে বিভিন্ন গতিতে চালিয়ে কোথাও কোনও রকম যান্ত্রিক বা আর অন্য কোনও ধরনের ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে । পরীক্ষাটি সময়সাপেক্ষ ৷ সেই কারণে, আগামী ২৯ জানুয়ারি রাত ১১ টা থেকে ৩ ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত সম্পূর্ণ গ্রিন লাইন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷