কলকাতা

ডিসেম্বরেই চালু হচ্ছে গড়িয়া থেকে রুবি মেট্রো পরিষেবা

গড়িয়া থেকে রুবি মেট্রো যাত্রী পরিষেবা চালু হতে পারে চলতি মাসেই। প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন আগামী ২৪ ডিসেম্বর। সব প্রস্তুতি নিয়ে রাখল মেট্রো। নিউ গড়িয়া থেকে রুবি রুটের মধ্যে মোট পাঁচটি স্টেশন রয়েছে। সেগুলি হল কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। এদিকে, নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশনটিকে “জংশন” স্টেশন হিসেবে তৈরি করার পাশাপাশি অত্যাধুনিক ভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এই রুটে নূন্যতম ভাড়ার পরিমাণ হল ৫ টাকা। এদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা। পাশাপাশি, যাত্রীরা রুবি থেকে মেট্রোতে উঠে এক টোকেনেই দক্ষিণেশ্বর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ হল ৪৫ টাকা। অন্যদিকে, রুবি থেকে মেট্রোতে উঠে যদি যাত্রীরা কবি সুভাষে মেট্রো বদল করে টালিগঞ্জ পর্যন্ত যেতে চান, সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ হল ৩৫ টাকা। এছাড়াও, যদি কোনো যাত্রী রুবি থেকে সরাসরি এসপ্ল্যানেড, চাঁদনি কিংবা কালীঘাটে যেতে চান বা ওই সব স্টেশন থেকে মেট্রো বদলের মাধ্যমে রুবি পৌঁছতে চান, সেক্ষেত্রে খরচ হবে ৪০ টাকা। প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি ও ৬মে কমিশনার অফ রেলওয়ে সেফটি নিউ গড়িয়া-রুবি মেট্রোপথ পরিদর্শনে যান। তারপরেই ওই রুটে যাত্রী পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র পাওয়া যায়। অন্যদিকে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজ বিলম্বিত। অর্থাৎ নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর প্রজেক্ট পিছিয়ে গেল আরও এক বছর।  জানা যাচ্ছে, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজ শেষ হতে আরও একবছর লেগে যেতে পারে। আপাতত অনুমান ফলে তা শেষ হতে ২০২৫ সাল হয়ে যেতে পারে। নেপথ্যে রয়েছে জমি জট। এমনটাই খবর রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড সূত্রে।