কলকাতা

নিউ গড়িয়া-রুবি রুটে সফল ট্রায়াল রান মেট্রোর

 আজ প্রথমবারের জন্য কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত (অরেঞ্জ লাইন) মেট্রোরুটে ছুটল মেট্রো৷ কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত মেট্রো লাইনের উপর দিয়ে এদিন ছুটেছে মেট্রোর বগি ৷ শনিবার ছিল ওই অংশ মেট্রোর ট্রায়াল রান বা মহড়ড়ো ৷ মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এই অংশের প্রথম দিনের ট্রায়াল রান সফল ভাবেই শেষ হয়েছে । আগামী তিন দিন চলবে এই অংশের মহড়া । এই রুটে মেট্রো পরিষেবা শুরু হলে প্রথমে তা চলবে কবি

সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন ৷ পরে তা এয়ারপোর্ট, সল্টলেক হয়ে নিয়ে টাউন পর্যন্ত যাবে । শনিবার বেলা ১১টা নাগাদ শুরু হয় এই ট্রায়াল রান । একটি ননএসি রেক এদিন কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে ছেড়ে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন বা রুবি পর্যন্ত যায় ৷ যাত্রা পথ ছিল প্রায় ৫.৪০ কিমি । ট্রেনটি প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে ছোটে ৷ জানা গিয়েছে, এদিন ট্রায়াল রান শুরুর পর রেকটি যান্ত্রিক কারণে বেশকিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে ৷ পরে ফের শুরু রেকটি চলা শুরু করে ৷ সবকিছু ঠিকঠাক এগোলে এবছরের শেষের দিকেই বাণিজ্যভাবে মেট্রো চলবে এই অংশে ।