কলকাতা

৩০সেপ্টেম্বর পর্যন্ত ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের সময় বাড়ালো কলকাতা পুরসভা

ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়াল কলকাতা পুরসভা। নবীকরণের মেয়াদ ৩০ জুলাই থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। সেক্ষেত্রে কোনও ধরনের লেট ফাইন দিতে হবে না। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে পুর-কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই তাঁদের কিছুটা সুরাহা দিতে এই পদক্ষেপ, জানাচ্ছেন আধিকারিকরা।