ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের মেয়াদ বাড়াল কলকাতা পুরসভা। নবীকরণের মেয়াদ ৩০ জুলাই থেকে বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। সেক্ষেত্রে কোনও ধরনের লেট ফাইন দিতে হবে না। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে পুর-কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই তাঁদের কিছুটা সুরাহা দিতে এই পদক্ষেপ, জানাচ্ছেন আধিকারিকরা।