কলকাতা

IPL Ticket Black: আইপিএলের টিকিট কালোবাজারির অভিযোগে ধৃত আরও ১

আইপিএলের টিকিট কোলাবাজারির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিস। ধৃতের নাম শাহবাজ খান। বাড়ি মার্কুইস স্ট্রিট এলাকায়। শুক্রবার রাতে নিউ মার্কেট থানার পুলিস তাকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে ছ’টি আইপিএলের টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিস সূত্রে খবর। পঁচিশের আইপিএলের উদ্বোধনী ম্যাচ ঘিরে শহরের উন্মাদনা চরমে। অতীতেও অনেক মহাম্যাচ দেখেছে তিলোত্তমা। তবে সবাইকে পিছনে ফেলছে শনিবার ইডেনে কেকেআর বনাম আরসিবির দ্বৈরথ। ফলে এই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে। অথচ অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আর এই সুযোগে বাজারে নেমে পড়েছে অপরাধী চক্র। কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। এমনকী টিকিট বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। এমনকী ঘটছে প্রতারণার ঘটনাও। বিষয়টি নিয়ে ইতিমধ্যে নড়েচড়ে বসেছে লালবাজার। চলছে লাগাতার অভিযান। এবিষয়ে প্রতিটি থানাকে বিশেষভাবে তৎপর হতে বলা হয়েছে। আইপিএল টিকিট প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে গিরিশ পার্ক থানার পুলিস। তাদের থেকে ২০টি টিকিট ও দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। গত কয়েক দিনে এটি তৃতীয় গ্রেপ্তারির ঘটনা।