রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দিন কলকাতায় CBI-এর অফিস নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভের ঘটনা মামলা রুজু করেছিল কলকাতা পুলিশ। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। এবার ওই বিক্ষোভ দেখানোর ঘটনায় চারজনকে গ্রেফতার করল শেক্সপিয়র সরণী থানার পুলিশ। ওই চারজনের মধ্যে তিনজনকে খিদিরপুর এবং একজনকে বেনিয়াপুকুর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভের ঘটনায় হিংসা ছড়ানো, অবৈধ জমায়েত সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯ ধারায় দায়ের হয়েছে মামলা। ওই ঘটনায় আপাতত চারজনকে গ্রেপ্তার করা হলেও বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।