দেশ

বাংলাদেশের ব্লগার খুনে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

বাংলাদেশের ব্লগার হত্যাকাণ্ডে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতের নাম ফয়জল আহমেদ । ২০১৫ সালে ১২ মে বাংলাদেশের সিলেটে কুপিয়ে খুন করা হয় ব্লগার অনন্ত বিজয় দাসকে । বাংলাদেশের এই ব্লগারকে হত্যার পর অভিযুক্তরা প্রত্যেকেই পলাতক ছিল, যাদের মধ্যে অন্যতম ছিল ফয়জল আহমেদ । সূত্রের খবর, জুন মাসে বাংলাদেশের গোয়েন্দারা ফয়জলের হদিশ প্রথমে ভারতে পান । ফলে সেই মতো বাংলাদেশ পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় । এছাড়াও ফয়জল পলাতক থাকাকালীন যে মোবাইল নম্বরগুলি ব্যবহার করছিল, সেই মোবাইল নম্বরগুলিও কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ পুলিশের তরফে । এরপরেই শুরু হয় তদন্ত । কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা এই গোটা ঘটনায় তদন্তে নেমে বিভিন্ন জায়গায় লোকেশন ট্র্যাক করতে থাকেন । অবশেষে বেঙ্গালুরু থেকে ফয়জলকে গ্রেফতার করা হয়।