জেলা

বারাসত ও বারাকপুরে বাহিনী পাঠাচ্ছে কলকাতা পুলিশ

 ১০৮টি পুরসভার নির্বাচন ২৭ ফেব্রুয়ারি। এই ভোটে বারাসত, বারাকপুরে বাহিনী পাঠাচ্ছে কলকাতা পুলিস। প্রাথমিকভাবে ঠিক হয়েছে ২৫ ফেব্রুয়ারি কলকাতা পুলিসের বাহিনী রওনা হবে। ভোটের পর ২৮ ফেব্রুয়ারি পুলিসকর্মীরা ফিরে আসবেন। লালবাজার সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুলিস তিনজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৫০ জন ইন্সপেক্টর, এসআই এবং এএসআই মিলিয়ে এক হাজার, চার হাজার কনস্টেবল এবং দুই হাজার হোমগার্ড পাঠাচ্ছে। মোট সাত হাজার তিপান্ন জন পুলিসকর্মী ভোট করাতে যাবেন। এদিকে, এই ভোটে পর্যাপ্ত সংখ্যক রাজ্যের সশস্ত্র পুলিস মোতায়েন করা সম্ভব বলেও রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছে নবান্ন। সম্প্রতি হয়ে যাওয়া চারটি পুরনিগমের নির্বাচনে মোতায়েন করা হয়েছিল রাজ্য পুলিস। ঠিক একইভাবে ১০৮টি পুরসভার নির্বাচনেও মোতায়েন করা যেতে পারে রাজ্য সশস্ত্র পুলিস।  অন্যদিকে, রাজনৈতিক দলগুলিকে প্রচার শেষ করতে হবে ৪৮ ঘণ্টা আগে, ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায়।