কলকাতা

বিবৃতি দেওয়ার সময় নির্যাতিতার নাম-পরিচয় প্রকাশের আনার অভিযোগে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে মামলা পুলিশের

আরজি কর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের নাম-পরিচয় ফাঁসের অভিযোগ উঠল মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। বিবৃতি দেওয়ার সময় তাঁর নাম-পরিচয় প্রকাশের আনার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা রুজু করল কলকাতা পুলিশ। সূত্রে খবর, চলতি সপ্তাহেই তাঁকে নোটিস দেওয়া হতে পারে। ইতিমধ্যেই চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন সন্দীপ ঘোষ। তার মাঝেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ কলকাতা পুলিশের। ফলত, জোড়া চাপে আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত করতে সোমবার চার সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছিল। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলের আর্থিক দুর্নীতি নিয়ে সিট গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় , স্বামী বিবেকানন্দ রাজ্য পুলিশ অ্যাকাডেমির ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ তথা আইপিএস অফিসার প্রণব কুমারের নেতৃত্বে সিট গঠিত হয়েছে। দলে আছেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রাজা, ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের (সেন্ট্রাল) ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়। আর্থিক দুর্নীতির তদন্ত করে সরকারের কাছে একমাসের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি। আরজি কর কাণ্ড নিয়ে তদন্ত করছে সিবিআই। গত শুক্রবার থেকে সন্দীপ ঘোষকে তলব করেছে সিবিআই। সন্দীপকে প্রায় ৫০ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দফায় দফায় সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। এমনকী, তাঁর বয়ানের সঙ্গে একাধিক সাক্ষীর বয়ানে অমিল রয়েছে বলেও সিবিআই সূত্রে খবর।