কলকাতা

সল্টলেকে কলকাতা পুলিশের আবাসনে বিক্ষোভ

সল্টলেকের বিক্ষোভ দেখালেন কলকাতা পুলিশের কর্মীর । সল্টলেকের AF ব্লকে কলকাতা পুলিশের চার নম্বর পুলিশ ব্যাটেলিয়ানের একটি বিল্ডিংয়ে কোয়ারানটিন সেন্টার করে সেখানে কোরোনায় আক্রান্ত পুলিশকর্মীদের রাখা হয়েছিল । কিন্তু আক্রান্ত পুলিশ কর্মীদের ঠিকভাবে চিকিৎসা করা হচ্ছিল না বলে অভিযোগ । পাশাপাশি ছুটিও দেওয়া হচ্ছিল না তাঁদের । তার জেরেই আজ সন্ধের পর কলকাতা পুলিশের চার নম্বর ব্যাটেলিয়ানের বাকি পুলিশ কর্মীরা বিল্ডিংয়ের ভিতর ভাঙচুর চালান । সূত্রের খবর, ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট বিশ্বজিৎ মালাকার এবং ব্যাটেলিয়নের ইন্সপেক্টর ইন-চার্জ সঞ্জয় সিংহের বিরুদ্ধেই সরব হন তাঁরা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ এবং কমিশনারেটের পদস্থ পুলিশ আধিকারিকরা । অভিযোগ, বিধাননগর থানার পুলিশ কর্মীদের উপরও হামলা চালান বিক্ষোভকারী পুলিশকর্মীরা এবং ছোড়া হয় ইটও ।