কলকাতা

এবার স্কুল পড়ুয়াদের জন্য কলকাতা পুলিশের সাইবার সেল-এর ‘সাইবার সাথী’ প্রজেক্ট

করোনার জেরে স্কুল থেকে শুরু করে চাকরি জীবনে প্রায় প্রত্যেকেই অনলাইন কাজকর্মের উপর নির্ভরশীল হয়ে গিয়েছিল । আর এই সুযোগকে কাজে লাগিয়েছিল সাইবার চোর-রা। অনলাইনে ক্লাস চলাকালীন বা কাজকর্মের সময় একাধিক জায়গায় সাইবার অপরাধের খবর সামনে আসে । ফলে শহরের যুবক-যুবতী থেকে শুরু করে একেবারে স্কুল ছাত্র-ছাত্রীদের সাইবার অপরাধ সম্পর্কে এবার দৃষ্টি আকর্ষণ করতে কলকাতা পুলিশের তরফে চালু করা হচ্ছে ‘সাইবার সাথী’ প্রজেক্ট। সূত্রের খবর, ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুলকে বেছে নেওয়া হয়েছে ‘সাইবার সাথী’ প্রজেক্ট-এর জন্য । স্কুলগুলিকে নিয়ে আপাতত চালু হচ্ছে এই প্রজেক্ট । সাফল্য মিললে ধীরে ধীরে শহরের প্রত্যেকটি স্কুল এবং সরকারি-বেসরকারি সমস্ত স্কুলকেই এর আওতাধীন আনা হবে। স্কুলের যে কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মীকে, ক্লার্ককে কলকাতা পুলিশের সাইবার সেল-এর গোয়েন্দারা দেবেন প্রতারকদের হাত থেকে বাঁচতে

বিশেষ প্রশিক্ষণ । মূলত অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য এবং অনলাইনের মাধ্যমে পড়াশোনার সময় কোন কোন দিকে ছাত্র-ছাত্রীদের খেয়াল রাখতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হবে । পাশাপাশি ভিডিয়ো কলে যখন কোন ছাত্র বা ছাত্রী তার বন্ধুবান্ধব বা অন্য কারও সঙ্গে কথা বলবে তখন কী কী অতিরিক্ত বা বাড়তি নজরদারি দেওয়া উচিত সেই বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে ৷ শিক্ষক বা অশিক্ষক বা ক্লার্ক পদের কর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে । পরে সেই ব্যক্তি স্কুলে তাদের ছাত্র-ছাত্রীদের সেইভাবে সাইবার প্রশিক্ষণ দেবেন । সাইবার অপরাধের সম্পর্কে ছাত্র-ছাত্রীদের ওয়াকিবাহল করার পরিকল্পনা আমাদের অনেক আগে থেকেই ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের । এবার সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হতে চলেছে ।