কলকাতা

বাংলায় আসছে বড়সড় বিনিয়োগ! কলকাতায় তৈরি হবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ২১ মার্চ মউ স্বাক্ষর

বাংলায় আসছে ফের বড়সড় বিনিয়োগ। পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম শাখা খুলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আগামী ২১ মার্চ কলকাতায় আসছেন বিশ্ব বাণিজ্য কেন্দ্রের প্রতিনিধিরা। কেন্দ্র খোলার জন্য রাজারহাট-নিউটাউনের বেশ কয়েকটি জমি দেখবেন তাঁরা। পাশাপাশি ওই দিন রাজ্য সরকারের সঙ্গে মউ চুক্তিও স্বাক্ষর করবেন। আজ সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালের ১ অগাস্ট মুম্বইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুম্বইতে বসেছিল বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনেই কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ার প্রস্তাব দেন সেন্টারের আধিকারিকরা৷ মুখ্যমন্ত্রীর কাছে কেন্দ্র গড়ে তোলার জন্য জমিও চান হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেন, নিউটাউনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে ওই প্রকল্পের জন্য চার একর জমি দিতে রাজি রয়েছে রাজ্য সরকার। অর্থনৈতিক তালুকের (ফিনান্সিয়াল হাব) কাছেই ওই জমি চিহ্নিত করা হয়েছে৷ অবশেষে ফের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারকে জানানো হয়, আগামী ২১ মার্চ জমি দেখতে একটি প্রতিনিধি দল কলকাতায় আসবেন। ওই দিনই রাজ্য সরকারের সঙ্গে এ বিষয়ে মউ চুক্তি স্বাক্ষরিত হবে। কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরির ফলে যেমন কর্মসংস্থান হবে তেমনই অনেক বহুজাতিক সংস্থাও বাংলায় পা রাখবেন বলে মনে করছেন রাজ্য সরকারের আধিকারিকরা।