কলকাতা

এক ধাক্কায় নামল পারদ, রবিবার আরও কমতে পারে

শনিবার কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেক নামল। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি। এই মরশুমের সবচেয়ে এখনো পর্যন্ত শীতলতম দিন, বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদ গণেশ কুমার দাস এই খবর জানিয়ে বলেন, শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রার পারদ নির্মমুখী হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী কল্যাণীতে শনিবার নিম্নমুখী তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি, সিউড়িতে ৯. ০ ডিগ্রি, পানাগড়ে ৮.৬ ডিগ্রি এবং শ্রীনিকেতনে ৯.৩ ডিগ্রি।  আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে রবিবার নিম্নমুখী তাপমাত্রা কলকাতায় আরো কমবে।কলকাতার ক্ষেত্রে আজকের লোয়েস্ট তাপমাত্রা ১৩.২ চলছে। এই সিজনের সব চেয়ে সর্বনিম্ন তাপমাত্রা।আর আমাদের রাজ্যের তাপমাত্রা লোয়েস্ট হয়েছে। তা হল পানাগড়ে ৮.৬ আর তার সাথে কল্যাণীতে ৯.৮ আর সিউড়িতে হয়েছে ৯.০ আর শান্তিনিকেতনে ৯.৩° । পরিস্থিতি আগামী কয়েক দিন খুব একটা চেঞ্জ হবে না বলে জানায় আলিপুর আবহাওয়া দফতর।এই একটা ছোট্ট স্পেন্ড যেটা আমাদের রাজ্যে এসেছে। আজকের সর্বোচ্চ লোয়েস্ট আগামীকাল থেকে হয়তো তাপমাত্রা রাইস করার টেন্ডেন্সি থাকতে পারে। বা সেম থাকতে পারে, আবার কমেও যেতে পারে।কলকাতার(Kolkata) ক্ষেত্রে ১৩ ২ আছে ।আগামীকাল রবিবার সেটা ১৩ ডিগ্রীতে পৌঁছাতে পারে । এর নিচে যাওয়ার কোন চান্সেস নেই।উত্তরবঙ্গে(North Bengal) পরশু থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দার্জিলিং(Darjellling) বাদ দিয়ে আর কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।নর্থবেঙ্গলে সকালে হালকা কুয়াশা থাকবে ।