কলকাতা

কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম বন্ধ নিয়ে বিভ্রান্তি!

কলকাতার দেড়শো বছরের গণপরিবহণের ইতিহাসের অন্যতম অংশ এই ট্রাম চিরতরে বন্ধ বয়ে যাওয়ার আশঙ্কায় গুঞ্জন শুরু হয়েছে সংবাদমাধ্যম থেকে গণমাধ্যমে ৷ কারণ, সম্প্রতি রাজ্য পরিবহণ দফতরের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন, গতির সঙ্গে তাল রাখতে গিয়ে শহরে একটি মাত্র রুট ছাড়া আর কোথাও ট্রাম চালানো হবে না । আর এর পরেই সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমে রাজ্য পরিবহণ দফতরের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকেই । এই খবর প্রকাশ্যে আসার পরেই নাগরিক এবং ট্রাম প্রেমীদের মধ্যে একটি বিভ্রান্তি ছড়িয়েছে যে, এবার বোধহয় সত্যিই ট্রামকে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই বিভ্রান্তি কাটিয়ে আইনজীবীরা জানিয়েছেন যে, এখনই হতাশ হওয়ার কোনও কারণ নেই । থাকছে ট্রাম ৷ কারণ, বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন । প্রসঙ্গত, সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী স্পষ্ট বলেছেন যে, “কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। শেষ শুনানিতে ট্রাম নিয়ে রাজ্যে সরকারের কী ভাবনা, সেটা জানতে চেয়েছে আদালত। সেই মতো রাজ্যে সরকারের ভাবনা হল যে, মাত্র একটি রুটে অর্থাৎ এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত ট্রাম চালানো যেতে পারে। এছাড়া, বাকি রুটগুলিতে ট্রাম চালানো সম্ভব নয় । সবার ট্রামের প্রতি আবেগ থাকলেও রাস্তাকে যানজট মুক্ত করতেই শহরের বুকে আর ট্রাম চালানো যাবে না ।”