জেলা

রাজ্যে কৃষক স্পেশাল ট্রেন চালু করছে পূর্ব রেল

কৃষকদের জন্য সুখবর। এবার দুটি বিশেষ ট্রেন চালু করতে চলেছে পূর্ব রেল। নাম দেওয়া হয়েছে ‘‌কৃষক স্পেশাল’‌। বৃহস্পতিবার ১২ আগস্ট থেকে যাত্রা শুরু হবে। পরীক্ষামূলকভাবে আপাতত শিয়ালদহ ডিভিশনে এইরকম দুটি স্পেশাল ট্রেন চলাচল শুরু হলেও আগামীদিনে প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে রেল সূত্রে জানা গেছে। 
এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘‌শুধুমাত্র কৃষকদের জন্য রাজ্যে প্রথম এই ধরনের ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে। এমন নয় যে কোনও ট্রেন ছাঁটকাট করে সেটিকে কৃষক স্পেশাল বলে চালানো হবে। এই পরিষেবার জন্য অতিরিক্ত ট্রেনই চালাবে রেল।’‌ শিয়ালদহ ডিভিশনে পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর ভবিষ্যতে হাওড়া ডিভিশনেও এই ধরনের ট্রেন চালানোর কথা ভাবা হবে। যে দুটি ট্রেন চালু হতে চলেছে তার একটি রানাঘাট থেকে রওনা হওয়ার পর গেদে হয়ে শিয়ালদহ আসবে। গেদে থেকে রওনা হবে ভোর তিনটের সময়। শিয়ালদহ পৌঁছবে সকাল ৫টা ৪৬ মিনিটে। আরেকটি ট্রেন শান্তিপুর থেকে রওনা হয়ে রানাঘাট হয়ে শিয়ালদহ পৌঁছবে। এই ট্রেনটি শান্তিপুর থেকে দুপুর ১টা ২০ মিনিটে রওনা দিয়ে শিয়ালদহ পৌঁছবে দুপুর ৩টে ৫০ মিনিটে। মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘‌ভোরের ট্রেনটি আপাতত গেদে থেকে ছাড়বে এবং শান্তিপুর থেকে ছানা ব্যবসায়ীরা যাতে দ্রুত কলকাতায় তাঁদের উৎপাদিত ছানা নিয়ে আসতে পারেন সেজন্য শান্তিপুর থেকে কৃষক স্পেশাল ট্রেনটি দুপুর বেলায় রওনা হবে। দুটি ট্রেনই গ্যালোপিং।’‌ তবে ট্রেনে কৃষক ও ছানা ব্যবসায়ী ছাড়াও সাধারণ যাত্রীও উঠতে পারবেন। ট্রেন সম্পর্কে পূর্ব রেল জানিয়েছে, ৯ কামরা বিশিষ্ট এই ট্রেনে চারটি ভেন্ডর কোচ থাকছে। দুটি সাধারণ কোচ। সাধারণ টিকিট ছাড়াও ভেন্ডরে মাল বহনের জন্য মাসিক ভেন্ডর টিকিট এবং লাগেজ টিকিট দেওয়া হবে।