বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবি তুললেন কুণাল ঘোষ ৷ তাঁর প্রশ্ন, সারদা কেলেঙ্কারির এফআইআর-এ শুভেন্দু অধিকারীর নাম রয়েছে, স্বয়ং সারদাকর্তাও শুভেন্দুর বিরুদ্ধে টাকা নেওয়ার এবং ব্ল্য়াকমেল করার অভিযোগ তুলেছেন ৷ তারপরও কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না ? শুক্রবার সারদা কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল বিধাননগরের এমপি-এমএলএ আদালতে ৷ সেই উপলক্ষেই এদিন আদালতে হাজির করানো হয় সারদাকর্তা সুদীপ্ত সেনকে ৷ আদালতে ঢোকার এবং বেরোনোর মুখে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপ্ত বলেন, তাঁর কাছ থেকে অনেক টাকা আদায় করেছেন শুভেন্দু ৷ এমনকী, শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেলও করেছেন বলে দাবি করেছেন ধৃত সারদা কর্তা ৷ সুদীপ্তর এই দোষারোপের পরই সাংবাদিক বৈঠক করেন
তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ যিনি নিজে একটা সময় সারদা পরিচালিত সংবাদমাধ্যমের উঁচু পদে কর্মরত ছিলেন ৷ এমনকী, সারদা কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্তও ছিলেন কুণাল ঘোষ ৷ সারদাকাণ্ডে তাঁকে দীর্ঘদিন হাজতবাসও করতে হয় ৷ এই কুণালই এদিন দাবি করেন, সাংবাদিক সম্মেলনে বিজেপি ভিডিয়ো দেখানোর পর যদি নারদা মামলায় সিবিআই তদন্ত হতে পারে, তাহলে এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হবে না ? কেন তাঁকে গ্রেফতার করা হবে না ? এমনকী, সিবিআই আধিকারিকদের কাঁথিতে গিয়ে তদন্ত করা উচিত বলেও বার্তা দেন কুণাল ৷ তৃণমূল নেতার দাবি, সিবিআই তদন্তের মতো ঝক্কি এড়াতেই শুভেন্দু বিজেপি-তে যোগ দিয়েছেন ৷ তবে, এমন অভিযোগ নতুন কিছু নয় ৷ সিবিআই, ইডি-র হাত থেকে বাঁচতেই যে শুভেন্দু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন, এই দাবি তৃণমূলের নানা স্তরের নেতারা নানা সময় করেছেন ৷