জল্পনা আরও বাড়ালেন কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপত্রের পদ ইস্তফা দিলেন তিনি। তবে দলবদল করছেন না বলে কুণালের দাবি। তাঁর বক্তব্য,দলের সৈনিক হিসেবেই থাকবেন। দলবদল করছেন না।কুণাল ঘোষ, নিজের এক্স হ্যান্ডলের বায়ো থেকে তৃণমূল মুখপাত্রর পরিচয় মুছে দেওয়ার পরই শুরু হয়েছিল জল্পনা। তার পর এ দিন তৃণমূলের পদও ছাড়লেন। তবে দল ছাড়ছেন বলে দাবি তাঁর। এ দিন কুণাল এক্স হ্যান্ডেলে লেখেন, আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদে থাকতে চাইছি না। সিস্টেমে আমি মিসফিট। আমার পক্ষে কাজ চালানো সম্ভব হচ্ছে না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। আমি দলের সৈনিক হিসেবেই থাকব। দয়া করে দলবদলের রটনা বরদাস্ত করবেন না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল আমার দল’।