দেশ

Rameshawaram Cafe Explosion: বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ, আহত ৪

বেঙ্গালুরুর বিখ্যাত রামেশ্বরম ক্যাফেতেই বিস্ফোরণ। বিস্ফোরণের ঘটনার জেরে আহত হয়েছেন ৪ জন।  আহতদের মধ্যে তিনজনই ক্যাফে কর্মী বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের ঘটনার পিছনে জঙ্গি নাশকতা রয়েছে বলে দাবি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। সিদ্দারামাইয়া বলেছেন, বেঙ্গালুরুর বিস্ফোরণের ঘটনার পিছনে রয়েছে শক্তিশালী বিস্ফোরক। হয়তো সেই বিস্ফোরকের প্রাবল্য তত বেশি ছিল না, তবে এতে IED-ই ব্যবহার করা হয়েছে। জানা গিয়েছে, বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামেছে এনআইএ। প্রসঙ্গত, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি দোকান কেঁপে ওঠে। বিস্ফোরণের ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।বিস্ফোরণের ঘটনায় তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিস মনে করেছিল যে হয়তো শর্ট সার্কিট থেকে বা গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। অথবা গ্যাসের পাইপলাইন লিক করেও বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিস্ফোরণের ঘটনায় তদন্তে ঘটনাস্থলে পৌঁছয় ফরেন্সিকের টিম ও ডগ স্কোয়াডও। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করে। তবে বিস্ফোরণের পিছনে IED রয়েছে, বলে স্পষ্ট জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।