দেশ

লখিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রীপুত্র আশিস মিশ্রের তিনদিনের পুলিশ হেফাজত

 লখিমপুর কাণ্ডে তিনদিনের পুলিশ হেফাজত হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর। উত্তরপ্রদেশ পুলিশ এই মামলায় অন্তত ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়েছিল আশিস মিশ্রর। বলা হয়েছিল, এই মামলায় সম্ভাব্য ষড়যন্ত্র হিসেবে তারা আশিসকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। এরপরই আশিস মিশ্রের আইনজীবী দাবি করেন, উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে তাঁর মক্কেলকে। আইনজীবী অবধেশ সিং আদালতে বলেন, ‘‌১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর জিজ্ঞাসার কী আছে। এবার কী অভিযুক্তের উপর থার্ড ডিগ্রি প্রয়োগ করতে চায় পুলিশ। এমনকি পুলিশের তরফে হেফাজতে নেওয়ার সুনির্দিষ্ট কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি।’‌ এরপরই আদালত তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।