সিঙ্গাপুর যাচ্ছেন লালুপ্রসাদ যাদব। সূত্রের খবর , তাঁর কিডনি প্রতিস্থাপন হবে। গত এক বছর ধরে লালুপ্রসাদ সিঙ্গাপুরের কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলেন। তারা এই প্রবীণ রাজনীতিবিদকে সিঙ্গাপুর এসে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। তাদের পরামর্শ মেনেই লালুপ্রসাদ এবং তাঁর পরিবার সিঙ্গাপুর যাওয়ার ব্যাপারে মনস্থির করেন। যদুপতির পাসপোর্টের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যাওয়া বিশেষ সিবিআই আদালতের কাছে পাসপোর্ট পুনর্নবীকরণের আর্জি জানান। আর্জি জানানো হয়েছিল বিশেষ সিবিআই আদালতের বিচারপতি মহেশ কুমারের এজলাসে। লালু প্রসাদের হয়ে আদালতে সওয়াল করেন সুধীর কুমার সিনহা। প্রবীণ এই নেতার শারীরিক অবস্থাকে প্রাধান্য দিয়ে বিশেষ সিবিআই আদালত সেই আর্জি মঞ্জুর করে। সূত্রের খবর, লালুপ্রসাদের দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে (ডাক্তারি পরিভাষায় কিডনি ৭৫ শতাংশ কাজ না করলে তা নষ্ট হয়ে গিয়েছে বলে ধরে নেওয়া হয়)। দুটি কিডনি নষ্ট হওয়া ছাড়াও লালু প্রসাদের শরীরে অন্যান্য উপসর্গ রয়েছে। লিভারও ঠিকঠাক কাজ করে না। হার্ট খুব একটা ভালো নয়। ফুসফুসের অবস্থাও ভালো নয়। মাঝে-মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে পাটনার ১০ নম্বর সার্কুলার রোডের বাড়িতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যান যদুপতি। চোট এতটাই পেয়েছিলেন যে তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লি নিয়ে আসতে হয়। ভর্তি করতে হয় এইমসে।