বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের চোট গুরুতর। দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, লালুপ্রসাদকে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লি উড়িয়ে নিয়ে আসা হবে। ভর্তি করা হবে এমসে। লালু প্রসাদের অসুস্থ হওয়ার খবর পেয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লালু-পুত্র তেজস্বী যাদবকে ফোন করেন। প্রয়োজনে পরিবারকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার রাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকাই পড়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাতেই তাঁকে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এক্সরে রিপোর্টে ধরা পড়ে কাঁধের হাড় ভেঙেছে। পিঠেও ভালোমতন চোট পেয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, লালু প্রসাদের শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় পরিবার তাঁকে দিল্লির এইমসে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, বুধবার বিকেলের মধ্যে দিল্লি নিয়ে আসা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।