দেশ

গ্রাম ছাড়লেন সোপিয়ানের শেষ কাশ্মীরি পণ্ডিত

হত্যালীলার মাঝেও কাশ্মীরের সোপিয়ানের চৌধুরীগন্ড গ্রামে থেকে গিয়েছিলেন ডলি কুমারী নামে এক পন্ডিত। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপের হতে থাকে শেষমেশ বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাম ছাড়লেন ডলি। গ্রাম ছেড়ে জম্মুর দিকে রওনা দেন তিনি। ওই গ্রামের আরও সাত পন্ডিত পরিবার এর আগেই চলে গিয়েছে জম্মুতে। পরিস্থিতি স্বাভাবিক হবে এই আশায় গ্রামে ছিলেন তিনি। কয়েক দিন আগেই কাশ্মীরের শোপিয়ানের চৌধুরীগুন্দ গ্রামের সাতটি কাশ্মিরী পণ্ডিত পরিবার গ্রাম ছেড়ে জম্মুতে গিয়ে আশ্রয় নেয়। পণ্ডিতদের উপর ভয়ঙ্কর আক্রমণের পরেও গ্রামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ডলি কুমারী। এত দিন তিনিই ছিলেন গ্রামের শেষ কাশ্মীরি পণ্ডিত। তবে পরিস্থিতি এতটাই খারাপ যে ডলিও গ্রাম ছেড়ে চলে গেলেন জম্মুতে।