কলকাতা

সর্বদল বৈঠকের ডাক কমিশনের

আগামী বছর ৫ জানুয়ারি দেশজুড়ে প্রকাশিত হবে নয়া ভোটার তালিকা। খসড়া তালিকা বেরবে আগামী ৯ নভেম্বর। তার আগে প্রথা অনুযায়ী রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা সারতে সর্বদল বৈঠকের ডাক দিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২ নভেম্বর দুপুরে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে (কমিশনের রাজ্য কার্যালয়) বৈঠক হওয়ার কথা। রাজ্যের সব ক’টি স্বীকৃত রাজনৈতিক দলকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে কমিশন। খসড়া তালিকা প্রকাশের পর কোনও অভিযোগ থাকলে তা জানানো যাবে। ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া তালিকা সংশোধনের কাজ। বর্তমানে তালিকায় নয়া নাম তোলা, ভোটারের ঠিকানা পরিবর্তন সহ যাবতীয় সংশোধনীর ফর্ম অনলাইন এবং অফলাইনে জমা হচ্ছে। বুথ স্তরে অফিসাররা সরেজমিনে সমীক্ষার কাজও চালাচ্ছেন। উল্লেখ্য, এই নতুন ভোটার তালিকার ভিত্তিতেই আগামী বছর দেশের বিভিন্ন রাজ্যে নির্বাচন এবং উপনির্বাচন অনুষ্ঠিত হবে।