কলকাতা

গভীর রাতে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক

গভীর রাতে কলকাতা বিমানবন্দরে হুলস্থূল। গতকাল রাতে আচমকাই কাতারগামী একটি বিমানের এক যাত্রী বোমা-বোমা বলে চিৎকার করতে শুরু করেন। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানবন্দর চত্বরে। যদিও পুলিস কুকুর দিয়ে তন্নতন্ন করে খোঁজার পরেও কোনও বোমার হদিশ মেলেনি। বোমাতঙ্কের জেরে রাত ৩টে থেকে দাঁড়িয়েছিল বিমানটি। হন্যে হয়ে খোঁজার পরেও বোমা না পাওয়া গেলে চিৎকার জুড়ে দেওয়া ওই ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি সিআইএসএফ আধিকারিকদের জানান তাঁকে কেউ জানিয়েছিল যে বিমানে বোমা রাখা আছে। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। পরে জানা গিয়েছে ওই ব্যক্তি বিরল কোনও মানসিক রোগে আক্রান্ত।