কলকাতা

নন্দীগ্রাম বাদ রেখেই প্রথম-দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

বিধানসভা ভোটের প্রথম দু’দফার প্রার্থীতালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । কংগ্রেস, আইএসএফ ও বামদলগুলির সংযুক্ত মোর্চা লড়াই করবে। এ দিন আইএসএফ ও কংগ্রেসের আসন ছেড়ে সিপিএম ও শরিকদলগুলির প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিমান বসু। নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা এ দিন ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ওই কেন্দ্রে দাঁড়াতে চান বলে দলকে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে আসন্ন ভোটের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নন্দীগ্রাম। আগে ওই আসনটি আইএসএফ-কে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল আলিমুদ্দিন । তবে মতবদল করেছে নেতৃত্ব। এ দিন বিমান বসু বলেন,’নন্দীগ্রাম আমরা ফাঁকা রেখেছি। পরে ঠিক করব।

একনজরে দেখে নিন সংযুক্ত মোর্চার প্রার্থীতালিকা

পটাশপুর- সৈকত গিরি (সিপিআই)
কাঁথি উত্তর- শান্তনু মাইতি (সিপিএম)
ভগবানপুর- কংগ্রেস
খেজুরি- হিংমাংশু দাস (সিপিএম)
কাঁথি দক্ষিণ- অনুরূপ পণ্ডা (সিপিআই)
রামনগর- সব্যসাচী জানা (সিপিএম)
এগরায় সিদ্ধান্ত হয়নি।
দাঁতন- শিশির পাত্র (সিপিআই)
নয়াগ্রাম- হরিপদ সোরেন (সিপিএম)
গোপীবল্লভপুর- প্রশান্ত দাস (সিপিএম)
ঝাড়গ্রাম- মধুজা সেনরায় (সিপিএম)
কেশিয়ারি- পুলিনবিহারী বাস্কে (সিপিএম)
গড়বেতা- তপন ঘোষ (সিপিএম)
শালবনি- সুশান্ত ঘোষ (সিপিএম)
মেদিনীপুর- তরুণকুমার ঘোষ (সিপিআই)
বিনপুর- দিবাকর হাঁসদা (সিপিএম)
বান্দোয়ান- সুশান্ত বেশরা (সিপিএম)
বলরামপুর- কংগ্রেস
বাঘমুন্ডি- কংগ্রেস
জয়পুর- ধীরেন মাহাতো (ফব)
পুরুলিয়া- কংগ্রেস
মানবাজার- যামিনীকান্ত মণ্ডি (সিপিএম)
পারা- স্বপন বাউড়ি (সিপিএম)
রঘুনাথপুর- আইএসএফ
শালতোড়া- আইএসএফ
ছাতনা- ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)
রানিবাঁধ- দেবলীনা হেমব্রম (সিপিএম)
রাইপুর- আইএসএফ
গোসাবা- অনিলচন্দ্র মণ্ডল (আরএসপি)
পাথরপ্রতিমা- কংগ্রেস
তমলুক- গৌতম পণ্ডা (সিপিআই)
পাঁশকুড়া পূর্ব-শেখ ইব্রাহিম আলি (সিপিএম)
পাঁশকুড়া পশ্চিম- চিত্ত দাসঠাকুর (সিপিআই)
ময়না- কংগ্রেস
মহিষাদল- আইএসএফ
হলদিয়া: মণিকাকর ভৌমিক (সিপিএম)
নন্দীগ্রাম- সিদ্ধান্ত হয়নি।
চণ্ডীপুর: আশিস গুছাইত (সিপিএম)
খড়্গপুর – কংগ্রেস
নারায়ণগড়: তাপস সিনহা (সিপিএম)
সবং- কংগ্রেস
ডেবরা- প্রাণকৃষ্ণ মণ্ডল (সিপিএম)
চন্দ্রকোণা- আইএসএফ
কেশপুর- রামেশ্বর দোলুই (সিপিএম)
বাঁকুড়া- কংগ্রেস
বড়জোড়া- সুজিত চক্রবর্তী (সিপিএম)
বিষ্ণুপুর- কংগ্রেস
সোনামুখী- অজিত রায় (সিপিএম)
কাকদ্বীপ- কংগ্রেস
সাগর- শেখ মুকুলেশ্বর রহমান (সিপিএম)
তমলুক- গৌতম পণ্ডা (সিপিআই)
নন্দকুমার- করুণা শংকর ভৌমিক (সিপিএম)
ঘাটাল- কমল দোলুই (সিপিএম)
ওন্দা- তারাপদ চক্রবর্তী (ফব)
কোতুলপুর- কংগ্রেস
ইন্দাস- নয়ন শীল (সিপিএম)