দেশ

৪০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে পাকড়াও কর্নাটকের বিজেপি বিধায়কের ছেলে, বাড়ি থেকে উদ্ধার আরও ৬ কোটি

বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় অস্বস্তিতে কর্নাটক বিজেপি নেতৃত্ব। কেননা দলীয় বিধায়ক মাদল বিরুপাক্ষের ছেলে প্রশান্ত মাদলকে ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে পাকড়াও করেছে রাজ্যের লোকায়ুক্ত আয়োগের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। আর পাকড়াও হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। অন্তত ৬ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে শুক্রবার রাজ্য লোকায়ুক্ত আয়োগের এক মুখপাত্র জানিয়েছেন। অবৈধভাবে উপার্জিত সম্পত্তির হদিশে বিধায়ক পুত্রের আরো একাধিক বাড়িতে তল্লাশি চলছে। ছান্নাগিরির বিজেপি বিধায়ক মাদল বিরূপাক্ষ রাজ্য সরকারের অধীনস্থ কর্নাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের (কেএসডিএল) চেয়ারম্যান। কেএসডিএল-ই বিখ্যাত সাবান মাইশোর স্যান্ডাল তৈরি করে। গতকাল বৃহস্পতিবার কেএসডিএলের অফিসে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হন মাদল বিরূপাক্ষের ছেলে প্রশান্ত মাদল। তিনি আবার বেঙ্গালুরু ওয়াটার সাপ্লাই ও সুয়ারেজ বোর্ডের চিফ অ্যাকাউন্ট্যান্ট। এর পরে তাঁর অফিসে তল্লাশি চালিয়ে তিনটি ব্যাগ থেকে আরও এক কোটি ৭০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়।  এদিন সকাল থেকে ফের প্রশান্ত মাদলের বাড়িতে তল্লাশি চালাতে শুরু করেন লোকায়ুক্ত আয়োগের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। তল্লাশিতে এখনও পর্যন্ত ছয় কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে। কংগ্রেসের অভিযোগ, আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতেই বিজেপি বিধায়ক মাদল বিরূপাক্ষ ওই টাকা জড়ো করেছিলেন। যদিও ঘুষ নেওয়ার দায়ে ছেলের গ্রেফতার হওয়া ও বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার নিয়ে মুখে কুঁলুপ এঁটেছেন বিজেপি বিধায়ক।