ভাইরাল

প্রধানমন্ত্রীকে ম্যাডাম বলে সম্বোধন করে চিঠি, ট্রোলড বিজেপি বিধায়ক

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ম্যাডাম বলে সম্বোধন। প্রধানমন্ত্রীকে ম্যাডাম বলে সম্বোধন করেছেন অন্য রাজ্যের কেউ নন আমাদেরই রাজ্যের একজন বিধায়ক। অবাক লাগলেও এটাই সত্যি। প্রধানমন্ত্রীকে ম্যাডাম লিখে চিঠি পাঠিয়েছেন বিজেপির এক বিধায়ক। প্রধানমন্ত্রীকে ম্যাডাম সম্বোধন করে চিঠি লিখেছেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক তথা আইনজীবি বিবেকানন্দ বাউরী। আর সেই চিঠি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। যদি এই বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই বিষয় নিয়ে কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্ব মনে করছেন জাতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির গুরুত্ব বাড়ছে তা বুঝতে পেরে গেছে রঘুনাথপুর এর বিধায়ক। তাদের বক্তব্য ২০২৪ এর লোকসভা নির্বাচনে দিল্লি থেকে মোদীকে ক্ষমতাচ্যুত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন থেকেই ওই বিজেপি বিধায়ক ম্যাডাম লেখার অভ্যাস করছেন। আসলে বর্তমানে ওই চিঠি এখন হু হু করে শেয়ার হচ্ছে। পাশাপাশি টোল্ড হয়েছেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক। জানা গেছে এক শিশুর চিকিত্‍সায় আর্থিক সাহায্য চেয়ে তিনি ওই চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীকে তিনি Respected Madam লিখে ফেলেন। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে ওই চিঠি। ওই চিঠি ঘিরে শোরগোল পড়েছে নেট দুনিয়ায়।