জেলা

সাতসকালে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল, ব্যাহত ট্রেন চলাচল

সাতসকালে লিলুয়ায় লাইনচ্যুত লোকাল ট্রেন, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। লিলুয়া স্টেশন ছেড়ে হাওড়ার দিকে যাওয়ার সময় ডাউন শেওড়াফুলি লোকাল হটাৎই লাইনচ্যুত হয়, উল্টোদিকে থেকে পাশের লাইনে তখন ট্রেন যাচ্ছিল, পরিস্থিতি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন চালক। ঘটনার জেরে ঘণ্টাখানেকেরও বেশি সময় বন্ধ ছিল ট্রেন চলাচল। পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, সকাল ৭টা ১০ নাগাদ শেওড়াফুলি থেকে লিলুয়া কারশেডে একটি খালি লোকাল ট্রেন নিয়ে আসা হচ্ছিল। সেই সময়ই  লিলুয়া স্টেশনের কাছে ট্রেনটির একটি কামরার চাকা পিছলে যায় ট্র্যাক থেকে। যার জেরে কামরাটি বেলাইন হয়ে যায়। যার জেরে হাওড়া মেইন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। ডাউন লাইনে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল।   খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত কামরাকে তোলার কাজ শুরু হয়। শেষে সকাল ৮টা ১৮ নাগাদ ডাউন মেইন লাইনে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে জানান পূর্ব রেলের মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ওদিকে আপ মেইন লাইনের ট্রেন কর্ড দিয়ে ঘুরিয়ে বেলুড়ে এসে মেইন লাইনে তোলা হয়।