পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল মিলিয়ে সারাদিনে মোট ১৮১ জোড়া ট্রেন চালানো হবে
অবশেষে ফের রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। আগামী বুধবার থেকে লোকাল ট্রেন চালুর সম্ভাবনা। সব স্টেশনেই দাঁড়াবে লোকাল ট্রেন । নবান্নে রাজ্য-রেলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বৈঠকে রেলের উচ্চপদস্থ অফিসাররা ছাড়াও রয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, পরিবহন সচিব, ডিজি প্রমূখ। সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকেই ঠিক হয়েছে আগামী সপ্তাহে বুধবার থেকেই রাজ্যে চাকা গড়াতে চলেছে আমজনতার জন্য লোকাল ট্রেন পরিষেবার। আর নতুন টাইমটেবিল নয়, পুরানো টাইমটেবিল মেনেই চলবে সেই পরিষেবা। বেশি করে লোকাল ট্রেন চালানোর পক্ষে সওয়াল করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ আজ নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে একথা বলেন তিনি ৷ পাশাপাশি স্বাস্থ্য়বিধিকে মান্য়তা দিয়ে ট্রেন স্য়ানিটাইজ করার কথা বলেন মুখ্য়মন্ত্রী ৷ আজ নবান্ন সভাঘরে রাজ্য়ের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্য়মন্ত্রী ৷ সেখানেই কোরোনা আবহের মধ্য়ে লোকাল ট্রেন চালানো নিয়ে আলোচনা হয় ৷ কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে লোকাল ট্রেন চলবে তা নিয়েই চিন্তার ভাঁজ পড়েছে নবান্ন ও রেলের আধিকারিকদের কপালে ৷ এনিয়ে মুখ্য়মন্ত্রী বলেন, বেশি করে লোকাল ট্রেন চললে ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে ৷ রোগ সংক্রমণের ঝুঁকিও অনেকটাই কমবে ৷ নবান্ন সভাঘর থেকে এভাবেই বেশি ট্রেন চালানোর পক্ষে সওয়াল করেন তিনি ৷ সূত্র মারফত জানা গিয়েছে, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল মিলিয়ে সারাদিনে মোট ১৮১ জোড়া বা ৩৬২টি ট্রেন চালানো হবে বলে ঠিক হয়েছে। রেল রাজ্যকে এমনই প্রস্তাব দিয়েছে। এর মধ্যে পূর্ব রেলের হাওড়া ডিভিশনে চলবে ৫০ জোড়া ও শিয়ালদা ডিভিশনে চলবে ১১৪ জোড়া। বাকি ট্রেন চলবে দক্ষিন পূর্ব রেলে। এদিনের বৈঠকে এমনটাই ঠিক হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বাকি ট্রেনগুলি খড়গপুর ডিভিশনে চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর। বৈঠক সূত্রে জানা গিয়েছে, ট্রেনের সংখ্যা কমলেও তার জন্য নতুন টাইম টেবল নয়, ট্রেন চলবে পুরনো টাইম টেবল ধরেই। একই সঙ্গে সব স্টেশনে ট্রেন থামবে না। বিশেষ করে ছোট স্টেশনে ট্রেন না থামার সম্ভাবনাই বেশি। তবে রাজ্য সরকার স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণের জন্য পুলিশি পদক্ষেপ যথাযথ ভাবে করলে সেখানেই ট্রেন থাকবে এবং ধাপে ধাপে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সব ডিভিশনেই বাড়ানো হবে বলে এদিনের বৈঠকে রাজ্যকে জানিয়েছে রেল।